তালায় বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষ রোপন

 

সবুজ বাঁচাই সবুজে বাঁচি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র বাংলাদেশে বসুন্ধরা শুভসংঘের উদ্যেগে চলছে বৃক্ষ রোপন।এরই ধারা বাহিকতায় বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা তালা উপজেলা শাখা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপন করেছে ।
বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার আয়েজনে বৃহস্পতিবার(৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও শিবপুর সুকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পেয়ার,আমলকি,জাম, জলপাইসহ বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করা হয়।
তালা উপজেলা বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও আগামী তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মীর জাকির হোসেন উপস্থিত থেকে গাছের চারা রোপনের করেন।

বৃক্ষরোপন শেষে বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা সাংবাদিক মীর জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় গাাছের বিকল্প কিছু নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, প্রতিটা মানুষ যেন অক্সিজেন তৈরির করিগর হিসাবে নিজেকে তৈরী করতে পারে সে লক্ষেই কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। আমরা কেউ বৃক্ষ নিধন করবো না। আমরা সবাই বেশি করে গাছ লাগাবো, গাছের পরিচর্চা করবো, সবুজে ভরে তুলবো আমাদের এই বাংলাদেশ।
শাহপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ আজিজুর রহমান বসুন্ধরার এই উদ্যেগকে সাধুবাদ জানিয়ে বলেন,জলবায়ু পরিবর্তনের কারনে পরিবেশ আজ হুমকিতে।তাই পরিবেশ রক্ষায় আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাবো।
এ সময় উপস্থিত বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সহ সভাপতি মোড়ল শাহিনুর রহমান, শাহপুর গাজী সিরাজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ আজিজুর রহমান,শুভ সংঘের সদস্য জেসমিন খাতুন,সুরাইয়া আক্তার,কুলসুম খাতুনসহ স্কুলের শিক্ষকও শিক্ষার্থীরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *