তারাকান্দায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিল বসুন্ধরা শুভসংঘ
ময়মনসিংহের তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা সদরের প্রতিভা মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আকন্দ শিক্ষার্থীদের হাতে আম, কাঁঠাল ও মেহগনি গাছের চারা তুলে দেন। চারা শিক্ষার্থীরা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও রোপণ–পরবর্তী পরিচর্যা সম্পর্কে অবহিত করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েমসহ লিনা, রোজা, লাবিবা, রণ পাল, বৃত্ত প্রমুখ।
চারা পেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রায়হান বলে, ‘আমি কাঁঠাল গাছের চারা পেয়েছি। আজকে বিকালে চারাটি রোপণ করবো ও নিয়মিত পরিচর্যা করব।‘