ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বেচ্ছাসেবীদের মাঝে টিস্যু বিতরণ
বসুন্ধরা টিস্যুর সহযোগিতায় ও বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজ সোমবার (১৯ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বেচ্ছাসেবক ও ট্রাফিক পুলিশদের মাঝে টিস্যু বিতরণ করা হয়েছে। তীব্র ভ্যাপসা গরমে ক্ষুদ্র উপহারটি পেয়ে সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, মো. আমিনুর রহমান, রূহানী খাতুন, নাছিফুর রহমান, মোত্তাকিম বিল্লাহ, এনামুল ইসলাম নোমান, শামীম মিয়া, খোরশেদ আলম, আজগর আলী
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘বরাবরের মতোই আমরা বসুন্ধরা শুভসংঘ ভালো কাজের সঙ্গে আছি। আজ আমাদের টিস্যু বিতরণ কর্মসূচি ছিল। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও গ্রাফিতির কাজ করা শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরার উপহার টিস্যু বিতরণ করা হয়েছে। আমাদের শুভ কাজের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’