ডেঙ্গু সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
ময়মনসিংহের তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সচেতনতার বার্তা সম্বলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলার শাখার সভাপতি আবু সায়েম, সদস্য রিশাদ, স্বপ্নীল, নিরব, রেদোয়ান, মুক্তা, স্বর্ণাসহ আরো অনেকেই।
লিফলেট বিতরণ কার্যক্রম প্রসঙ্গে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ সকল প্রতিষ্ঠানে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার লার্ভা নির্মুলে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।