ডেঙ্গু নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
বর্ষা এলেই বেড়ে যায় ডেঙ্গুর প্রকোপ। মাঝে মাঝে বৃষ্টি এসে বর্ষার আগমনী বার্তা দিচ্ছে। বৃষ্টির পর এডিস মশার পরিমাণও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতা ও পরিচ্ছন্নতা। শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে (ক্যাম্পাস–১) এ সভার আয়োজিত হয়েছে। মিরপুর ১৪ নম্বর সেকশনের টিনশেড বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে (ক্যাম্পাস–১) তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করে।
সভায় স্কুলের শিক্ষক সেলিনা আক্তার, তানিয়া আক্তার ও বিথী আক্তার এডিস মশা থেকে রক্ষায় করণীয় তাদের বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
সেলিনা আক্তার তার বক্তব্যে বলেন, ‘এডিস মশা জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। বিশেষ করে স্বচ্ছ পানি এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান। অনেক সময় ঘরের বাইরে পড়ে থাকে ডাবের খোল বা আইসক্রিমের ছোট কাপ। এগুলোতে পানি জমে থাকলে সেখানে বংশ বৃদ্ধি করতে পারে এডিস মশা। এছাড়া টবে জমে থাকা পানি, বাড়ির আঙিনায় থাকা অপ্রয়োজনীয় গর্ত, ডোবা, এসির জমে থাকা পানি, ফ্রিজের জমে থাকা পানিতেও মশা বিস্তার লাভ করতে পারে। তাই আমাদের সবসময় নিজের বাসা ও আশেপাশের স্থান নিজ দায়িত্বে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে।‘