ঠাকুরগাঁওয়ে ২৫ নারীকে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভসংঘ।
ঠাকুরগাঁওয়ে ২৫ নারীকে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) জেলার সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর গ্রামে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ। এর আগে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে গড়ে তোলা হয় শিক্ষার্থী, বিধবা, স্বামী পরিত্যক্তা এসব নারীদের।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. ইয়াছিন আলী, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. আবীর খান, কার্যকরী সদস্য ফিরোজ আলম রাজীবসহ মু. আসরারুল হক জামালী, তাহসিন ওয়ারিদ, রাতুল হাসান শাফি, আব্দুল্লাহ আজাদ, হাসান রায়হান, রাকিব ইসলাম রকি, রায়হান মাহমুদ ও মাসুদ রায়হান।
এ সময় সাদেকুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে। শুধু সেলাই মেশিন বিতরণ না, অসচ্ছল ব্যক্তিদের দোকান করে দেওয়া, ঘরহীনকে ঘর করে দেওয়া, অনাহারীকে খাবার প্রদানসহ অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে। এই জেলার বেশকিছু শিক্ষার্থী বসুন্ধরা শুভসংঘ থেকে শিক্ষাবৃত্তি পেয়ে নির্বিঘ্নে তাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে আছে ও থাকবে ইনশাআল্লাহ।’