ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত অনাথ ও এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা মুন্সিরহাট খতমে নবুওয়ত নাফিসা খাতুন মাদরাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের প্রতিটি থালায় ছিল খেজুর, আপেল, কমলা, কলা, ছোলা, মুড়ি, জিলাপি, বুনদিয়া সহ কয়েক প্রকার মুখরোচক সবজি চপ ও শরবত। এসময় অংশগ্রহণকারি সকলেই তৃপ্তি সহকারে ইফতার গ্রহণ করেন।
এসময় মাদরাসার শিক্ষক আব্দুল্লা আল আমিন, মাদরাসা সভাপতি মো মনসুর আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাকী, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, বসুন্ধরা শুভসংঘ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মাহাফুজা ফারিহা মারজান, শুভসংঘ সরকারি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফয়সাল চৌধুরী ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।
মাদরাসা শিক্ষক আব্দুল্লা আল আমিন বলেন, মাদরাসার সুবিধা বঞ্চিত শিশুদের কথা কেউই ভাবেনা। এই শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার প্রশংসার দাবি রাখে। বসুন্ধরা শুভসংঘের জন্য এই এতিম শিশুদের দোয়া পরম করুনাময় অবশ্যই কবুল করবেন।