ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘের টিস্যু বিতরণ
বিগত কয়েকদিন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন শিক্ষার্থীরা। এখন সড়কে ট্রাফিক পুলিশ আবার ফিরে এসেছে। এরমাঝেও অনেক জায়গায় ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন।
রাজধানীর কাফরুলেও সড়কে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ কাজে একাত্মতা পোষণ বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে তাদের টিস্যু উপহার দেওয়া হয়।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কাফরুল এলাকায় বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার উদ্যোগে ও বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে টিস্যু বিতরণ করা হয়। টিস্যু পেয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, নাজমুল হোসেন, বিথী রায়, অন্বেষা পাল পুজা ও রাফিক।