জাবিতে বসুন্ধরা শুভ সংঘের ইফতার মাহফিল
বসুন্ধরা শুভ সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং বসুন্ধরা শুভ সংঘ জাবি শাখার প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজাকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের ইতিহাস বিভাগের ২০৩ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শুভ সংঘ জাবি শাখার প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন,“শুভ সংঘ শুভ কাজের পাশে থাকে। আজ সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণও করেছে। আমি আশা রাখবো সাংস্কৃতিক এবং সামাজিক কাজে শুভ সংঘ অগ্রনী ভুমিকা রাখবে।”
প্রসঙ্গত, এর আগে একি দিন বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে বসুন্ধরা শুভ সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।৬০ জন অসহায়ের হাতে তা বিতরণ করা হয়। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, মুড়ি, ছোলা, জিলাপি, পিঁয়াজু, বেগুনি, পেয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা চালান রিকশাচালক মফিজ উদ্দিন। তিনি বলেন, ‘রোজা রেখে রিকশা চালানো
কষ্টকর হলেও নিজের পরিবারের ভরনপোষণ করার জন্য প্রতিদিন বের হতে হয়। রমজান মাস দামধর বেশি হয় সবকিছুর। যার কারনে ইফতারে ভালো কিছু কিনতে পারি না। আজ শুভসংঘ থেকে ইফতারের প্যাকেট দিছে।বাড়ির লোকজনরে নিয়ে ইফতার করমু। শুভসংঘের মতো সমাজের বাকীরাও যদি আমাদের পাশে দাঁড়াতো কত ভালোই না হতো।”
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক হুসাইন মো: সায়েম। বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার উপদেষ্টা জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো: রনি হোসাইন।
এ-ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহদী ইসলাম, বসুন্ধরা শুভ সংঘ জাবি শাখার সভাপতি মো: আসিফুল হাসান অমিত, সাধারণ সম্পাদক ফাইরুজ জান্নাত সহ অনান্য সদস্যরা।