জলঢাকায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
আসাদুজ্জামান স্টালিন,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে দুর্গম এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত তিন’শ ৭৮ জন রোগি। বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় ওই এলাকার মানুষজন খুব খুশী ।
রবিবার দিনব্যাপী নীলফামারীর জলঢাকা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ও আমাদের হাসপাতালের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের সকল এলাকাবাসী,অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেবেকা আলম পিংকির নেতৃত্বে একদল চিকিৎসক বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে দু’ভাগে বিভক্ত হয়ে আগত রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় এলাকাবাসি,অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, শুকনো দিনে ধুলোবালি,বর্ষায় পানি-কাদা থাকায় আমাদের নদী এলাকায় কখনও কোন এমবিবিএস ডাক্তার আসেন নাই। আজ বসুন্ধরা শুভসংঘ স্কুলের সুবাদে ডাক্তারের একটি টিম এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। এ যেন আমাদের নিকট সৌভাগ্য। আমাদের কথা ভাবার জন্য বসুন্ধরা শুভসংঘের নিকট আমরা কৃতজ্ঞ।
১নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমাদের ইউনিয়নটি নদী বেষ্টিত থাকায় কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পথচারীর মতো শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে থাকে। তার মধ্যে এই বসুন্ধরা শুভসংঘ স্কুল এলাকাটিও। এখানে স্কুল প্রতিষ্ঠা সহ তারা যেসব মানবিক কাজ গুলো অব্যাহত রেখেছে তা নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. রেবেকা আলম পিংকি বলেন, এই এলাকার মানুষজন উপজেলা সদরে চিকিৎসা নিতে গেলে শুধু যাতায়াত খরচ জনপ্রতি দেড় অথবা দু’শ টাকা পড়ে। সেখানে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সত্যি খুবই খুশি। আমাদেরকেও এমন শুভ কাজে থাকতে পেরে ভালই লাগছে।
বসুন্ধরা শুভসংঘ জলঢাকা উপজেলা সভাপতি অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বলেন, সন্তান আপনাদের আর শিক্ষার দায়িত্ব আমাদের। আমরা সুশিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তুলি। আমরা শুভ কাজে সবার পাশে থাকি। আর আমাদের বসুন্ধরা গ্রুপে দেশ ও মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত থাকে।