জয়পুরহাটের কালাইয়ে তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকদের মাঝে পানি, স্যালাইন ও বিস্কুট পৌঁছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা ।
সোমবার ( ০৩ জুন ) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠে গিয়ে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। জৈষ্ঠ্যের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই তীব্র গরমে কৃষক ও শ্রমিকদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এদিকে কাজ না করলে খাবারও জুটবে না। তাই পেটের দায়ে গরম উপেক্ষা করে কাজে বেরিয়েছেন তারা। এদিকে দুপুরে প্রচন্ড রোদে জমিতে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় তাদের মুখে হাসি ফোটাতে বিস্কুট, পানি ও স্যালাইন হাতে সেখানে হাজির হন বসুন্ধরা শুভসংঘ কালাই শাখার সদসরা। তপ্তদুপুরে অনাকাঙ্ক্ষিত এমন উপহার পেয়ে খুশি কৃষকরা
কৃষক শাহারুল বলেন, সকাল থেকে প্রচুর গরম। পেটের দায়ে ধান কাটতে আসছি। একদিকে ধানের গরম অন্যদিকে সূর্যেও তাপে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ করে শুভসংঘের সদস্যরা এসে আমাদের পানি, বিস্কুট ও স্যালাইন দিল। সাথে সাথেই খেলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো।
শুভসংঘ কালাই শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ভরদুপুরে তাপমাত্রা যখন প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, তখন ফসলের মাঠে দাঁড়ানো প্রায় অসম্ভব এক ব্যাপার। অথচ সেই তাপে কৃষক ধান কাটছেন। তাই শুভসংঘের পক্ষ থেকে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে বিস্কুট, পানি ও স্যালাইন পৌঁছে দিয়েছি। এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ কালাই শাখার সদস্য বৃন্দ। এসময় কৃষকদের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও সচেতনতা মূলক আলোচনা করা ।