জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২ জুন) বিশ্বব্যিালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুলের পশ্চিম পাশে একটি নিমগাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের আশপাশে নানা ঔষধি এবং ফলজ গাছের চারা রোপণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

কর্মসূচি উদ্বোধনকালে ড. জি এম আল-আমীন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের অনেক সামাজিক কার্যক্রম গণমাধ্যমে দেখতে পাই। আজ প্রথম যুক্ত হতে পারলাম। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষ রোপণে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। যারা কষ্ট করে এই কাজে অংশ গ্রহণ করেছে তাদের জন্য অনেক শুভকামনা। ’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ কমে যাওয়ায় প্রকৃতির উঞ্চতা বেড়ে যাচ্ছে। তীব্র গরমে মানুষ বিপর্যস্ত। প্রকৃতির স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে একমাত্র গাছ।
তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, ঈদের ছুটিতে নিজ বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করবে। রাস্তার পাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানে লাগাতে পারো। এতে পরিবেশের জন্য বেশি উপকার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব নিউটন হাওলাদার, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাকিব রায়হান ও কালের কণ্ঠে’র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. জুনায়েত শেখ। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্য সাকেরুল ইসলাম, এম এ সাকিব, তানভীর আনজুম বিশ্বাস, তাহমিদ আবদুল্লাহ রাদ, বাশির শাহরিয়ার হৃদয়, মাহমুদুল হাসান মামুন, রাকিবুল ইসলাম রিফাত, মাসুদ রানা, নাজমুল ইসলাম, মো. মুনীর উদ্দীন, রায়হান উদ্দিন, সরোয়ার হিম, শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *