ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উলিপুরে শুভসংঘের বৃক্ষরোপণ
কুড়িগ্রামে উলিপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর আদর্শ মহাবিদ্যালয় চত্বরে নারিকেল ও বকুল গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুর রহমান, প্রভাষক মনোয়ারুল ইসলাম, আনিছুর রহমান প্রমুখ।
সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা ও তাদের স্মরণে আমাদের এই কর্মসূচি। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।