চিলমারী‌তে শুভসং‌ঘের সেলাই প্রশিক্ষ‌ণ শুরু

 

কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে অসচ্ছল নারীদের নিয়ে তিন মাসব‌্যাপী বসুন্ধরা শুভসং‌ঘের সেলাই প্রশিক্ষণ শুরু হ‌য়ে‌ছে। শনিবার (১৫ জুন) দুপুরে থানাহাট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ের হলরু‌মে এ প্রশিক্ষ‌ণের উদ্বোধন ক‌রেন উপ‌জেলা‌ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‌মো. মিনহাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন কা‌লের কণ্ঠ’র আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি রোকনুজ্জামান মানু।

বসুন্ধরা শুভসং‌ঘের চিলমারী উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক সাওরাত সো‌হে‌লের সঞ্চালনায় আরো বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের মহিলা ভাইস চেয়ারম‌্যান মর্জিনা বেগম জেলি, থানাহাট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ইউএনও মিনহাজুল ইসলাম ব‌লেন, বসুন্ধরা শুভসংঘ এক‌টি মানবিক সংগঠন। অসচ্ছল নারীদের স্বাবলম্বী কর‌তে সেলাই প্রশিক্ষণ‌টি খুবই গুরুত্বপূর্ণ। শুভসংঘ ঝ‌ড়ে পড়া শিক্ষার্থ‌ী‌দের পড়া‌লেখার ব‌্যবস্থা ক‌রে। চিলমারী‌তেও ঝ‌ড়ে পড়া শিশু অ‌নেক। আমরা আশা ক‌রি এখা‌নেও শিশুদের পাঠদা‌নের ব‌্যবস্থা কর‌বে শুভসংঘ।

এ সময় উপ‌স্থিত ছিলেন, শুভসং‌ঘের চিলমারী উপ‌জেলা শাখার সভাপ‌তি গোলাম ছরওয়ার,
যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রকি, সাংগঠ‌নিক জায়েদ ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক এস এম রাফি, কার্যকরী সদস‌্য মমিনুল ইসলাম বাবু, মমিনুল ইসলাম, সদস‌্য হা‌বিবুর রহমান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *