গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থীদের পাশে বসুন্ধরা শুভসংঘ
সারা দেশে দেয়ালে ও সড়ক বিভাজকে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গৌরবময় নানা গ্রাফিতি আঁকা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আঁকা এ গ্রাফিতি দেখে যেকারো চোখ আটকে যাবে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ কাজে একাত্মতা পোষণ করে তাদের খাবার, পানি ও টিস্যু উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
আজ শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার স্কুল রোডে বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী ও টিস্যু বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দসহ জোবায়েদ, সেতু, জান্নাত ও পারভেজ।