গোবিন্দগঞ্জের প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা পেল শুভসংঘের শিক্ষা উপকরণ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পলুপাড়া। গোবিন্দগঞ্জ শহর থেকে প্রায় ১৪ কি.মি. দুরে এই গ্রাম। এলাকা জুড়ে বেশিরভাগ দরিদ্র মানুষ। তারপরও জীবনযুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য নিজেদের সন্তানকে স্কুলে পাঠান বাবা মা। তাদের স্কুলের নাম পলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহুরে জীবনের জৌলুসের বাইরে থাকা এইসব শিশুদের লেখাপড়ার খরচ দিতে হিমশিম খান তারা। তারপরও জমির আলপথ ধরে নির্দিষ্ট সময়ে স্কুলে আসার আনন্দময় দিনগুলো উপভোগ করে শিশুরা। এখানে গতকাল বুধবার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার ছিল সরকারি ছুটির দিন। তারপরও স্কুল চত্তরে শিশুদের আসতে দেখে অবাক আশেপাশের সবাই। পরে শুভসংঘের বন্ধুদের দেখে এগিয়ে আসেন অভিভাবকরা। ততক্ষণে বসুন্ধরা শুভসংঘের নামটি সবার মুখে মুখে। শিশুদের জন্য পড়াশোনা, স্বাস্থ্য পরিচর্যা, প্রচুর পানি পানসহ নানা বিষয়ে কথা বললেন সংগঠনের সাবেক জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, মাহামুদ হাসান নাইম, মো. সাগর মিয়া ও উপজেলা শুভসংঘের সহসাধারণ সম্পাদক অয়ন সুলতান ও অভিভাবক মোকছেদ মিয়া।

এরপরই শুরু হল নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ। ১০জন শিক্ষার্থীকে তুলে দেয়া হল শিক্ষা উপকরণ।এসবের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, হার্ডবোড, রাবার, কাটার, বক্স,স্কেল ও ধুলো বালি থেকে রক্ষা পাবার জন্য মাক্স। উপহার পেয়ে খুশি ৪র্থ শ্রেনীর নিলয়, ৫ম শ্রেণীর কামিল, ৪র্থ শ্রেনীর তোহা, ফুয়াদসহ বাকিরা।
কামিল আকন্দ জানালো, শুভসংঘের দেয়া এই উপহার গুলো তাদের অনেক কাজে লাগবে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের কথা।আমরা মন দিয়ে পড়াশোনা করে একদিন বড় কিছু হতে চাই।
মাহিম রহমান হাসিমুখে বলল, বাড়িতে আব্বু আম্মু বড় ভাইয়াকে দেখাবো। তারা খুব খুশি হবে।তার আবদার শুভসংঘের ভাইয়া আপুরা যেন মাঝে মাঝে স্কুলে আসেন। জিনিষপত্র নয়, তাদের কাছে আমরা কথা শুনতে চাই।
সাবেক জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বললেন, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় গোবিন্দগঞ্জের শিশুদের মধ্যে এইসব উপকরণ বিতরণ করা হলো। শুভসংঘ এইসব দুস্থ্য পরিবারের সন্তানদের পাশে থাকবে।
শিক্ষা উপকরণ বিতরণ কাজে সহায়তা করেন গোবিন্দগঞ্জ শুভসংঘের সদস্য অনুভব চৌধুরী, সিয়াম সিদ্দিকসহ অন্যরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *