গোপালগঞ্জে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় গোপালগঞ্জ জেলায় শুভ উদ্বোধন হল “বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র”।অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের এই মহান উদ্দ্যোগ।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় আজ শুক্রবার (১২/৭/২৪)সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলার এস.এম.মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয় বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের।অসহায় নারীদের কে স্বাবলম্বী করতে গোপালগঞ্জ সদরের ২০ জন নারীকে দেওয়া হবে সেলাই প্রশিক্ষন।নারীদের স্বাবলম্বী ও উদ্দ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ই এই আয়োজন। তিন মাস ব্যাপী এই প্রশিক্ষণ কার্য়ক্রমের শুভ উদ্বোধন করেন জনাব মাহবুবুর রহমান, সভাপতি, বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।উপস্থিত প্রশিক্ষনার্থীদের ফুল দিয়ে বরন করে নেয় শুভসংঘের সদস্যরা।আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মুছা কালিম উল্লাহ(লিমন)। তিনি সকল কে স্বাগত জানান বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য।কাজী মন্টু কলেজ,কোটালীপাড়া, গোপালগঞ্জ এর বাংলা বিভাগের প্রভাষক জনাব বিষ্ণুপদ বালা বলেন,”প্রশিক্ষণ মানে শুধু আসা যাওয়া নয়,এখান থেকে কিছু অর্জন করা ই হোক আপনাদের উদ্দেশ্য।
সেলাই প্রশিক্ষনের প্রশিক্ষক জনাব বিথী দাস বলেন,”অন্যান্য দপ্তরের চেয়ে আরো সহজতর উপায়ে ও হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যাবস্থা করব আমরা এই প্রশিক্ষনে,যাতে আপনারা কিছু শিক্ষতে পারেন কাজ করে স্বাবলম্বী হতে পারেন এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য। “
প্রশিক্ষনার্থী মোসা: শিমু গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে।তিনি বলেন,”পড়াশুনার পাশাপাশি কিছু শিখতে পারব এটা ভেবেই অনেক আনন্দ লাগছে আজ,এত সুন্দর একটা সংগঠন এর সাথে যুক্ত হতে পেরে আমি ধন্য,নিজের সর্বোচ্চ দিয়ে চেস্টা করব প্রশিক্ষণ নিয়ে উদ্দ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে।”
প্রশিক্ষণ কার্য়ক্রমের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান। তিনি প্রশিক্ষন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।তিনি বলেন,”বসুন্ধরা গ্রুপ আমাদের গোপালগঞ্জ জেলা কে প্রশিক্ষণ কেন্দ্রের ভেনু হিসেবে নির্বাচিত করায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ,আমরা চেষ্টা করব গোপালগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাল কিছু উপহার দেওয়ার এবং সকল প্রশিক্ষনার্থীদের উদ্দ্যোক্তা হিসেবে গড়ে তোলার।
বসুন্ধরা শুভসংঘ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল আলম,সদস্য সাইম,মুজাহিদ,অয়ন, ঐশি পাল সহ অনেকে।