গোদাগাড়ীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন
বসুন্ধরা শুভসংঘ গোদাগাড়ী উপজেলা শাখা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার (৫ই জুন) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সকালে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন রাস্তার পাশে গাছ লাগানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো. আনোয়ারুল ইসলাম দুলাল, সভাপতি মো. শাহরিয়ার রিফাত, সহ সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক মোসা. উম্মে কুলসুম লিমা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান সিয়াম সদস্য আকতাব, নয়ন, মাসরুর, সিফাত, সোহান সাহরিয়ার ও আবু সালেহ সামির।
বৃক্ষরোপন কর্মসূচী শেষে উপদেষ্টা আনোয়ারুল ইসলাম জানায়, প্রতিনিয়তই দেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা প্রতিরোধ করতে আমাদের সবারই উচিত বেশি বেশি করে বৃক্ষরোপন করা এবং একটি বৃক্ষ কাটা হলে তার পরিবর্তে কমপক্ষে ৩ টি গাছ রোপণ করা।