গাজীপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুভসংঘের ইফতার বিতরণ

 

মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। ক্ষুধার্তের যাতনা উপলব্ধির মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। সর্বোপরি মহান রবের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার মাস। হাদিসে রোজাদারদের জন্য দুটো পুরস্কারের কথা বলা হয়েছে। যার একটি হলো ইফতার। পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী স্টেশনের আশেপাশে বসবাসকারী  মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরাশুভসংঘ।

রবিবার (২৪ মার্চ) গাজীপুর শহরের পূর্বচান্দনা এলাকায় স্টেশনের আশেপাশে বসবাসকারী সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের  হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রি।

শুভসংঘের জেলা সভাপতি মুসাফির ইমরান বলেন, শুভসংঘের মতো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে। তারাও ধনীগরিব ভেদাভেদ ভুলে সমাজের বৃত্তবানদের সঙ্গে বসে একই কাতারে ইফতার করতে পারবে।

আলভী হাসান বলেন, সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের মুখে হাসি ফুটাতে প্রতিবারের মতো এবারও নিরলসভাবে কাজ করেছেন শুভসংঘর একঝাঁক কর্মী। আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট এই আয়োজন করেছিলাম সাধারণ মানুষের উপকারের জন্য। অতীতেও শুভসংঘ সকল ভালো কাজের সাথে ছিলো, ভবিষ্যতেও থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন মায়মুনা আলম মীম, অমিত হাসান, জোহা, মৌসুমী, রোজিনা আক্তার, বনলতা প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *