গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

 

বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কার্যক্রম। ওই আলোকে রবিবার (৯ জুন) সকালে বলধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নূর উদ্দিন উচ্চ বিদ্যালয় ক্যাম্পসে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রোপন করা হয় আম, জাম, কাঁঠাল, আতা, পেয়ারা, আমড়া, চালতা, গাব, মেহগনি, গর্জন, নিম, বহেরা, আকাশমনিসহ নানা প্রজাতির গাছ।

যৌথ ভাবে কর্মসূচীর উদ্ভোধন করেন নূর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী ও বলধা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শাহনাজ সুলতানা। বক্তব্যে প্রধান শিক্ষক ওমর আলী বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গাছ ফল-কাঠ দেয়। দেয় শীতল ছায়া। ঝড়-জঞ্জা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ। পরিবেশের ভারসম্য রক্ষায় গাছের ভ‚মিকা ব্যাপক।

প্রধান শিক্ষিকা শাহনাজ সুলতানা বলেন, পৃথিবীকে বাসযোগ রাখতে সবুজের বিকল্প নেই। আমরা সবুজ পাই গাছ থেকে। তাই রোপনের পর প্রতিটি গাছকে শিক্ষার্থীদের যত্ন নেওয়ার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সাবেক অর্থ সম্পাদক আলভী হাসান, সদস্য মায়মুনা আলম মিম, অমিত হাসান, জোহা মন্ডল, আরিফ, প্রত্যয়, তানভীর আহমেদ, হারুন, আনোয়ার ও নিলয় আহমেদ প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *