গাজীপুরের কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শহীদ মিনার ও এর আশেপাশে পরিষ্কার–পরিচ্ছনতা কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করে বসুন্ধরা শুভসংঘের সদস্য ও শিক্ষার্থীরা।
মাতৃভুমি ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা বাড়াতে শহীদ মিনার ও এর আশপাশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নেয় সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।
এ প্রসঙ্গে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি রানা সরকার বলেন, ‘রাষ্ট্রের সংষ্কার কাজ চলমান রয়েছে। তার অংশ হিসেবে আজকে আমাদের এ পরিচ্ছন্নতা কর্মসূচি। বাংলাদেশ যতদিন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত না হবে, ততদিন আমাদের এ ধরনের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।