বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের কোঠাপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে এই উপহার মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেন ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
ওই মাদরাসা ও এতিমখানার শিক্ষক–শিক্ষার্থীসহ ৪৫ জনের এক মাসের খাবার হিসেবে ৫০ কেজি চাল উপহার দেওয়া হয়। এ সময় মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহ আলম, শুভসংঘ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান শাফি, কার্যকরী সদস্য আবু সুফিয়ান, লাবুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক বলেন, ‘প্রত্যন্ত এলাকায় মাদরাসা ও এতিমখানার অনাথ শিশুদের জন্য নিয়মিত খাদ্যসামগ্রী উপহার প্রদান অনেক বড় বিষয়‘। বসুন্ধরা শুভসংঘ এমন খাদ্য সহায়তাসহ অজস্র শুভ কাজে সবার পাশে কাজ করে যাচ্ছে।