ক্ষেতলাল আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

 

জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-কেশুরতা উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতারআন্দোলনে সারা দেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে উক্ত বিদ্যালয় মাঠে  এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। এ সময়, আম,জাম, পেয়ারা , কাঠাল, জলপায়, জারুল ও নিমগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন,  সারা দেশের বিভিন্ন স্থানে শুভ সংঘের আয়োজনে আহত ছাত্র-জনতার জন্য সুস্থতা কামনা ও  নিহতদের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল এবং তাদের স্মরণেবৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সে ধারাবাহিকতায় আজ আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনকরেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন শুভসংঘের ক্ষেতলাল উপজেলার সাধারন সদস্য মোঃ আনোয়ার হোসেন , মোঃ আরিফ হোসেন, শাহিন আহমেদ, মিজানুর রহমান, আঃ মান্নান, ও সামিউল ইসলাম প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *