ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ তথা গাছ আমাদের পরম বন্ধু। গাছ না লাগালে সেটা উপলব্ধি করা যায় না। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি। আমাদের দেশটিকে এমন মায়াবী রূপ দিয়েছে প্রধানত এ দেশের গাছপালা। তবে দেশে প্রয়োজনের তুলনায় গাছপালা সংখ্যা কম কমে যাচ্ছে দিন দিন । পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান।
আজ বুধবার (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সদস্যরা এ উপজেলার রোয়াইর গ্রামে রাস্তার দু”পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। আম, জাম, কাঠাল, কৃষ্ণচ‚রা, নিম,বট,পাকুড়, কড়ই সহ অনেক প্রজাতির গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শাহিদুল ইসলাম, তিনি বলেন- গাছ মানুষের নিঃস্বার্থ ও উপকারী বন্ধু। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষ বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। বাড়ির একজন সদস্যের মতোই, সেটা গাছ লাগালেই টের পাওয়া যায়।
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল,জয়পুরহাট এর সভাপতি এম রাসেল আহমেদ বলেন- সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি। আমাদের দেশটিকে এমন মায়াবী রূপ দিয়েছে প্রধানত এ দেশের গাছপালা। নানা প্রজাতির গাছ আমাদের দেশে বিদ্যমান। পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না। গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমন্ডলে অক্সিজেন ত্যাগ করে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতে গাছের অবদান রয়েছে। গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার মহিলা বিষয় সম্পাদক হেলেনা আক্তার, শিক্ষা বিষয়ক আঃ মান্নান, সাহিত্য বিষয়ক সম্পাদক সিহাব শামীম , দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও শুভসংঘের সদস্য বৃন্দ