কুষ্টিয়ায় বৈসম্যবিরোধী আন্দোলনে নিহত আশরাফের স্ত্রী সন্তানদের জন্যে বসুন্ধরা শুভসংঘের উপহার
বৈসম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগষ্ট কুষ্টিয়ায় গুলিতে নিহত দরিদ্র রংমিস্ত্রী আশরাফুল ইসলাম ওরফে আশরাফের স্ত্রী সন্তানদের কাছে বসুন্ধরা শুভসংঘের ভালোবাসার উপহার পৌছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার নেতৃবৃন্দ। আজ মংগলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার শহরতলী হাটসহরিপুরে আশরাফের স্ত্রী লাবনি আক্তার ইতি এবং তার দুই সন্তান ১০ বছরের সিফাত ও ৭ বছরের উর্মির হাতে শুভসংঘের উপহারের প্যাকেট তুলে দেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ। এসময় শুভসংঘের উপদেষ্ঠা ও কালের কন্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিপুল হোসেন,সাংস্কৃতিক সম্পাদক শাকিল প্রামানিক, দপ্তর সম্পাদক নাফিস আহম্মেদ প্রমুখ। উপহারের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল,১ কেজি লবন,৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি রসুন ও কাচা মরিচ রয়েছে।
বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে আশরাফের পরিবার খুবই খুশি। আশরাফের স্ত্রী লাবনি আক্তার বলেন,বসুন্ধরা যে আমাদের জন্যে এই উপহার পাঠিয়েছেন তাতে আমরা উনাদের প্রতি কৃতগ্যতা জানাচ্ছি। কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ বলেন,বসুন্ধরা শুভসংঘ সবসময়ই অসহায় মানুষের পাশে দাড়ান এবং মানুষের প্রতি মানবতা দেখান যা বিরল। আমরা বসুন্ধরার আরো সাফল্য কামনা করি।