কুষ্টিয়ায় নিহত সুরুজ আলীর পরিবারের জন্যে বসুন্ধরা শুভসংঘের উপহার

 

বৈসম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগষ্ট কুষ্টিয়ায় গুলিতে নিহত দরিদ্র দোকান কর্মচারী সুরুজ আলীর বৃদ্ধ মা স্ত্রী ও সন্তানদের হাতে বসুন্ধরা শুভসংঘের ভালোবাসার উপহার পৌছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার সদস্যরা। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে সুরুজের মা রোখসানা খাতুন, স্ত্রী ফাহিমা আক্তার ও শিশু ছেলে ফয়সলের হাতে শুভসংঘের উপহারের প্যাকেট তুলে দেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক। এসময় শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলি খাতুন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিপুল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মজিদ,দপ্তর সম্পাদক নাফিস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপহারের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল,১ কেজি লবন,৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি রসুন ও কাচা মরিচ রয়েছে।
বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে দরিদ্র সুরুজ আলীর মা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আমরা গরিব মানুষ। আমাদের একমাত্র উপার্জনকারী ছেলে এভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। ওর ৩টা সন্তানের এখন কি হবে। ছেলেটা শহরে সোনার দোকানে স্বর্ণকারের কাজ করত। ৫ আগষ্ট সে দোকানে যাবার সময় থানার সামনে গুলিতে নিহত হয়। বসুন্ধরা যে আমাদের জন্যে এই উপহার পাঠিয়েছেন তাতে আমরা খুশি হয়েছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *