কাহারোলে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

 

বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না,মাটির ক্ষয় রোধ করে,বন্যা প্রতিরোধে করে,ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষ করে। এজন্য বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার উদ্যোগে উপজেলাকে সবুজ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকপুরর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.বিকাশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক অরুণ রায়, প্রভাষক জয়ন্তী দেবনাথ,প্রভাষক মাহবুব আলম সুজন প্রমুখ।

প্রধান অতিথি মল্লিকপুরর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.বিকাশ চক্রবর্তী বলেন,
শুভসংঘ যে কাজটি করে যাচ্ছে নিঃসন্দেহে মহৎ কাজ। তাদের প্রোগ্রামগুলো আমি দেখি অনেক ভালো লাগে। তারা সচরাচর অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে বীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ করা হয়েছিল সেই প্রোগ্রামটিতে আমি গিয়েছিলাম। এফেসবুকে পোস্ট দেখেছি এই কাজগুলো বসুন্ধরা যে করে থাকে খুবই প্রশংসনীয়। আমি আমার অত্র কলেজের সকল শিক্ষার্থীকে আহŸান জানাবো এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তোমরা  যুক্ত থেকে দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কাজ কর।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মো তানভীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো মাসুদ রানা,কার্যকরী সদস্য টুম্পা,মাহফুজ,হারুন,আমিনুল,মেঘলা,নিতিকা,মিম,সোনালী,হোসনে আরা,সাগর,
দিপু,বিপল্ব,বৃষ্টি,আশিক,শাওন,ইমন,স্মৃতি,শারমিন মনিরুল,শীতল,হুমায়ুন সহ অত্র কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *