কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন কর্মসুচী পালন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর বুসন্ধরা শুভংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। পরিবেশ বন্ধু গাছ লাগানোর মাধ্যমে কালিয়াকৈর শাখার সদস্যরা দিবসটি উৎযাপন করেছে। মরুকরণ হওয়া থেকে পরিবেশকে রক্ষা করবে এই গাছ অদুর ভবিষ্যতে বলে বিশ্বাস তাদের। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে এবছর পরিবেশ দিবস উৎযাপন করেছে সকল সংগঠন ও প্রতিষ্ঠান। জলবায়ু সচেতনতা ও টেকসই জীবনধারার লক্ষ্যে সঠিক ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের সকলের দায়িত্ব।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, আমরা কিছুদিন আগে দেখেছি প্রচন্ড তাপদাহে জনজীবনে অস্বস্তিরতার চিহ্ন। তাই আমরা এবছর পরিবেশ দিবসে বৃক্ষক্ষ রোপণ কর্মসূচির পরিকল্পনা করে রেখেছিলাম। আজকে আমাদের সেই পরিকল্পনা সম্পন্ন হলো এবং আর বিশ্বাস করি আমাদের রোপণ করা প্রতিটি গাছ আগামীতে ইকোসিস্টেম ঠিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিল বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার ইতি,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: রমজান আলী,
সহ ক্রীড়া সম্পাদক মারুফ খান,সহ দপ্তর সম্পাদক আলী রাজ,কাযকারী সদস্য শরিফ সরকার, রাতুল হাসান মাহিম, মিথিলা আক্তার, মিম আক্তার।