কাফরুল সুবিধাবঞ্চিতদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদের জামা বিতরণ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই খুশির বাতাস পৌঁছায় না সবার ঘরে, সবার মনে। অসহায় সুবিধাবঞ্চিত অনেক মানুষ এই ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পায় না। ঢাকার মিরপুর–১৪ নম্বরের অনেক পথশিশু এই খুশি থেকে বঞ্চিত। তাদের অনেকের মা–বাবা নেই। কারো বাবা–মা থাকলেও ঈদে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই। এমন ১০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
আজ শনিবার (১৫ জুন) বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার আয়োজনে রাজধানীর মিরপুর–১৪ নম্বর এলাকার ১০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য শেখ তাইরিন আহসান তানি, ওয়ালী খান ইউসুফযাই, দিবা দেবনাথ, নাজমুল হাসান মারুফ, আব্দুল্লাহ আল রাজিন, মাহিমা মাহবুবা, সেজুতি আক্তার।
আয়োজকরা জানায়, “‘সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে শুভসংঘ প্রতিবছর এমন উপহার দিয়ে আসছে। আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। শিশুদের মুখের নির্মল হাসির চেয়ে মধুর এই পৃথিবীতে আর কি হতে পারে।”