কলমাকান্দায় এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের কলেজ রোড ইখতারিয়া আল আইয়ুব মাহমুদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ত্রিশ জন এতিম শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক লোকজন অংশ নেয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজীব হোসেনের সঞ্চালনায় সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ওই কমিটির উপদেষ্ঠা অঞ্জন সরকার বাবন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, কলমাকান্দা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্ঠা ও কালের কণ্ঠের কলমাকান্দা প্রতিনিধি মো. কামাল পাশা, উপদেষ্ঠা মোখশেদুজ্জমান আংগুর, শেখ শামীম, কাজল তালুকদার, সহসভাপতি দুলাল মিয়া, যুগ্ম সম্পাদক শামীম আলম, সাংগঠনিক সম্পাদক রোকেল মিয়া, সাংবাদিক প্রান্ত সাহা বিভাস ও ইসলাম হোসেন সিরাজী প্রমুখ।