কন্যা শিশু দিবস উদযাপন

গোপালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

 

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর থেকে প্রতিবছর এ দিবস পালন করা হয়। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

বসুন্ধরা শুভসংঘ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গোপালগঞ্জে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে কন্যা শিশুদের উপহার প্রদানের মাধ্যমে এ দিবস পালন করা হয়।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে জেলা শহরের সাহাপাড়া এলাকায় মৈত্রী সংঘ পূজা মণ্ডপে আগত কন্যা শিশুদের হাতে উপহার ভরতি বক্স প্রদান করা হয়। বক্সে ছিল শিশুদের ব্যবহার্য ও প্রয়োজনীয় সামগ্রী।

উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় তাদের অভিভাবকেরা বসুন্ধরা শুভসংঘের কর্মকাণ্ডের প্রতি সাধুবাদ জানান।

এ আয়োজন প্রসঙ্গে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আমরা কন্যা শিশুদের বিভিন্ন উপহার দিয়েছি। এছাড়াও আমরা প্রতিনিয়ত নানা ধরনের সামাজিক ও মানবিক কাজ করে চলছি। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সমাজসেবা সম্পাদক অয়ন সাহা, নারী বিষয়ক সম্পাদক অনন্যা ভক্ত, সাংগঠনিক সম্পাদক তুর্য় রহমান ও তথ্য ও প্রচার সম্পাদক সামিউল আলম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *