এতিমখানার শিশুদের একবেলা খাওয়ালো ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’
ফেনীতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র আয়োজনে গত ২১ আগষ্ট থেকে টানা মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এতিমখানার শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের একবেলা খাবার খাওয়ালো ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’।
শনিবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা আসলাম কন্ট্রাক্টর এতিমখানা ও মাদ্রাসার শিশুদের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়। এতে মেন্যু ছিল সাদা ভাত, গরুর মাংস, ডাল ও সবজি। মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মানিক, ‘শুভসংঘ’ জেলা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান দারা, সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও ব্যাবসায়ী মো. মোরশেদ।