উলিপু‌রে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লে শিক্ষার্থী‌দের মধ্যাহ্নভোজ

 

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের শিক্ষার্থী‌ ও চরবাসী‌দের নি‌য়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হ‌য়ে‌ছে। গতকাল র‌বিবার দুপু‌রে বসুন্ধরা শুভসংঘের আয়োজ‌নের উপ‌জেলার চর জলাংগারকু‌ঠি স্কু‌লে এ আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রু‌পের এমন মান‌বিক কাজে সন্তু‌টি প্রকাশ ক‌রে‌ছেন ওই চ‌রের মানুষজন।

জানা গে‌ছে, জলাংগার কু‌ঠি চর‌টির চার‌দি‌কে ব্রহ্মপুত্র নদ। একটি স্কুলের অভাবে এত দিন চ‌রের ছেলেমেয়েরা লেখাপড়া কর‌তে পা‌রে‌নি। শিক্ষার আলো থে‌কে ব‌ঞ্চিত ছিল দরিদ্র পরিবারের শিশুরা। এই শিশুদের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে গত বছরের ১২ ডি‌সেম্বর ‘বসুন্ধরা শুভসংঘ স্কুলথ এর পথ চলা শুরু হয়। বর্তমানে ৪০ জন শিশু পড়া‌লেখা কর‌ছে এ স্কুলে।

শিক্ষার্থী মে‌হেদী হাসান, সা‌দিয়া খাতুন, মা‌ফিয়া খাতুন জানায়, বসুন্ধরা স্কু‌লে পড়া‌লেখা ক‌রি। এখা‌নে বই-খাতা, জামা-জুতা সব ফ্রি পাই। আজ আমা‌দের দু‌পু‌রে খাওয়ার আয়োজন ক‌রে‌ছে খুব আনন্দ লাগ‌ছে।

খা‌দিজা না‌মের এক অ‌ভিভাবক জানান, আমার ছে‌লে এই (শুভসংঘ) স্কু‌লে প‌ড়ে। আগে পড়া‌লেখা কিছুই পেত না। এখন লিখ‌তে ও পড়‌তে পা‌রে। এই স্কু‌লে সব ফ্রি। আজ (র‌বিবার) আপনারা বাচ্চা‌দের রান্না ক‌রে খাওয়ালেন, আমরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।

চ‌রের বা‌সিন্দা হায়দার আলী ব‌লেন, এই চ‌রে স্কুল ছিল না। বসুন্ধরা স্কুল দি‌য়ে‌ছে। তারপর লেখার খরচ জামা-জুতা সব ফ্রি ক‌রে দি‌য়ে‌ছে। আজ এসে সবাইকে খাওয়াইলো। বসুন্ধরা গ্রু‌পের সহ‌যো‌গিতা ও এমন আন্ত‌রিকতা দে‌খে আমরা মুগ্ধ।

শুভসং‌ঘের প‌রিচালক জাকা‌রিয়া জামান বলেন, নিজহা‌তে রান্না ক‌রে সু‌বিধাব‌ঞ্চিত শিশু ও চরবাসী‌কে এক‌বেলা খাওয়া‌তে পে‌রে খুব ভা‌লো লে‌গে‌ছে। এখানকার মানুষ অ‌নেক আন্ত‌রিক। শুভসং‌ঘের স্কুল পে‌য়ে তারা উপকৃত হ‌য়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় মানু‌ষের জন‌্য ক‌াজ ক‌রে যাচ্ছে। এরই ধারাব‌হিতকায় আজ‌কের এই আয়োজন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *