উলিপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন আরো ২০ দুস্থ নারী
টানা তৃতীয় দিনের মতো উত্তরের জেলা কুড়িগ্রামে হতদরিদ্র নারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এর আগে চিলমারী ও ফুলবাড়ি উপজেলায় ২০টি করে ৪০টি সেলাই মেশিন প্রদান করে বসুন্ধরা শুভসংঘ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠর জেলা প্রতিনিধি আব্দুল খালেক, আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, কালের কণ্ঠ উত্তরঞ্চল ডিজিটাল সমন্বয়ক সোহেল রানা স্বপ্ন, উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, উলিপুর উপজেলা শুভসংঘের সভাপতি নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে আবেগপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে জাকিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী জানায়, কয়েক বছর আগে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর পরিবারের চরম দৈন্যতা নেমে আসে। অসুস্থ মা সহ তিন ভাইবোনের সংসার। চাচা মামাদের সহায়তায় কোনো রকমে চলত সংসারটি। কিন্তু বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আমি খুবই উপকৃত হলাম।
ওই শিক্ষার্থী আরো জানায়, সেলাইয়ের কাজ করে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফিরে আসবে। এ ছাড়া বসুন্ধরা আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। আমি বসুন্ধরার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এ খবরটি আমার অসুস্থ মা শুনলে খুবই খুশি হবে।
এ সময় মুন্নি আক্তার নামে আরেক শিক্ষার্থী জানায়, অভাব অনটনের সংসারে ঠিকমতো খেতে পারি না। অন্যের বাড়িতে গাভির দুধ জোগান দিয়ে চলত সংসার। পড়াশোনার জন্য বই কিনতে পারিনি। ধার করা বই দিয়ে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করছি। তিনা মাস প্রশিক্ষণের পর বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলাম। এ ছাড়া বসুন্ধরা আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। আজকে আমার খুব ভালো লাগতেছে। আমার পরিবার বসুন্ধরা শুভসংঘের প্রতি আজীবন কৃতজ্ঞ।
হাতিয়া ভাটিগ্রামের মোর্শেদা বেগম (৩৫) বলেন, ‘অভাবের সংসারে বাবা-মা ছোটবেলায় বিয়ে দিছে। সেই সংসার বেশিদিন টেকে নাই। পরে বাবার বাড়িতে ফিরে আসছি। এখন বাবা-মা নাই। ভাইয়ের সংসারে থাকি। তিনমাস বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শিখেছি। আজ (শনিবার) সেলাই মেশিন পেলাম।হামার মতো গরিব মানুষের জন্য বসুন্ধরা শুভসংঘ সে সেলাই মেশিন দিল আল্লাহ তাদের মঙ্গল করুক।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা। বসুন্ধরা সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে। এ জেলায় ৬০ দুস্থ নারীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়া হলো। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সারাদেশে পর্যায়ক্রমে পাঁচ হাজার অস্বচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে। যাতে গ্রামীণ নারীরা নিজে এবং তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে।