উন্নতমানের খাবার পেল বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা
‘শুভ কাজে সবার পাশে’-এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বসুন্ধরা শুভসংঘ লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের ডেবরপাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উন্নতমানের খাবার প্রদান করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, লালপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, মাজার শরীফ টিবিএম কলেজের অধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার লালপুর প্রতিনিধি ইমাম হাসান মুক্তি বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উপদেষ্টা ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, লালপুর ডিগ্রি কলেজের প্রদর্শক আব্দুল ওয়াদুদ, লালপুর থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক সুস্ময় দাস, লালপুর উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দীন বাবু, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কেএন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার মিলন, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক প্রমুখ
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নাটোরের লালপুর উপজেলার ডেবরপাড়া গ্রামে গত বছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা গ্রুপের অর্থায়নে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। এ এলাকার আশেপাশে নেই কোনো স্কুল। বসুন্ধরা শুভসংঘ স্কুলটিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পাঠদান করানো হচ্ছে।
এ স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর পরিবারই নিম্নআয়ের। এসব শিক্ষার্থীরা আগে কোন স্কুলে লেখাপড়া করতো না। বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিনামুল্যে পাঠদান করানো হচ্ছে। পাঠদানের পাশাপাশি তাদের পড়ালেখার সকল খরচ বহন করছে বসুন্ধরা শুভসংঘ। এছাড়াও তাদের উন্নতমানের খাবার প্রদান করা হচ্ছে।