আমেনার পরিবার পেলো বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা
ঢাকার ধামরাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (৩ আগষ্ট) বিকালে উপজেলার কালামপুর এলাকায় পরিবারের সদস্য আমেনা বেগমের হাতে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করেন আমেনা বেগম। পরিবারের একমাত্র উপার্জনকারী দিনমজুর স্বামী জেল হোসেন। তার উপার্জনে চলে সন্তানসহ তিন সদস্যের পরিবার। কিন্তু কারফিউর কারণে নিয়মিত কাজ পাচ্ছেন না। তাই সংসারে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।
সম্প্রতি তাদের এ সমস্যার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমেনা বেগমের পরিবারের জন্য একমাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে আমেনা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বসুন্ধরা শুভসংঘ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহবিন মুশফিকাসহ ধামরাই উপজেলা শাখা কমিটির রাকিবুল হাসান সিয়াম, ওয়াসিম আকরাম, আফরিনা তাবাসসুম, রিফাত আহমেদ ও তানভির ইসলাম।
এ সময় মেহবিন মুশফিকা বলেন, ‘আমেনা বেগম পরিবার নিয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করছিলেন। স্বামী দিনমুজরের কাজ করে। কিন্তু ইদানিং নিয়মিত কাজ পাচ্ছিলেন না। সন্তানকে নিয়ে না খেয়ে দিন কাটছিল তাদের। তাই আমরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেই।‘