আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
স্বৈরাচারবিরোধী ছাত্র–জনতা আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন। আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
এ সময় কাঠগোলাপ, কনকচাপা, পেয়ারা ও নিম গাছের চারা রোপণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানাসহ নুরে জান্নাত, আয়শা রহমান ও তানিয়া তানজি।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের সংগঠনের উদ্যোগে নিহতদের শান্তি কামনায় দোয়া মাহফিল ও তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় আজ আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।‘
তারা আরও বলেন, ‘আমরা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।‘