আইইউবিএটিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল
দ্রব্য মূল্যের উর্ধগতির সাথে যখন জীবকার লড়াই চলছে তখন তাতে সংযুক্ত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের রহমতের মাস রমজান। দ্রব্যমূল্যের দাম বাড়লেও আয় না বাড়াতে সারাদিন রোজা রেখে অনেকে ইফতার করার সময় সুষম খাদ্যের যোগান দিতে পারছে না। দিনে দিনে বাড়ছে অসহায়দের অসহায়ত্ব। অসহায় মানুষদের মাঝে একবেলা সুষম খাবার পৌঁছে দিতে বসুন্ধরা শুভসংঘ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। আজ বুধবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) তে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার আয়োজনে নানা ধরনের মুখরোচক খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত মানুষেরা।
ইফতার মাহফিলে উপস্থিত দিনমজুর রফিক মিয়া জানান, সারাদিন রিক্সা চালাই। রিক্সায় আর অহন মানুষ পাওন যায়না। অভাবের সংসারে পোলাপান নিয়া ঠিকমতো ভালো খাবার দিয়ে ইফতার করবার পারিনা। হুনলাম আইজ এইহানো ইফতার দিবেও তাই বউ পোলাপানের ল্যাইগা ইফতার নিতে আইছি । ম্যালা ভালা খাবার দিসে ইফতারে, কতদিন খাইনা এইসব খাবার। আমগোরে ইফতার দেওয়ার ল্যাইগা আপনাগোরে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন আইইউবিএটি‘র প্রক্টর ও বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম, আইইউবিএটি‘র রক্ষণাবেক্ষণ ইনচার্জ প্রকৌশলী মো. শাহিন মিয়া, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সামনান ওলি, আইইউবিএটি শাখার সভাপতি জুহি জান্নাত মিম, সহ সভাপতি তন্ময় শিকদার, অনামিকা সরকার এ্যানি, মোহাম্মদ ইসহাক, বাহালুল ইসলাম বাপ্পি, তানভীর আহমেদ খান, নাজমুল আলম সাকিব, জোবাইদা খাতুন হৃদি, সাধারণ সম্পাদক মাহতাব হুসাইন নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরা, সাবরিনা হোসাইন ফারিহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শিশির, সহ সাংগঠনিক সম্পাদক রাইহান রানা, মাজেদুর রহমান রবিন, এম এ শুভ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দীপ্ত পাল, দপ্তর সম্পাদক শাকিল শিকদার, সহ দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফারাবি, অর্থ বিষয়ক সম্পাদক নাফিজ হাসান, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামিম আহমেদ ফাহিম, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ সাদী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্পনা সম্পাদক মো: ইবনে ওয়ালীদ জনি, ইভেন্ট সম্পাদক মাহফুজুর রহমান, সহ ইভেন্ট সম্পাদক মেহেদি হাসান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক শাবনুর আক্তার রুপা, সহ সাংস্কৃতিক সম্পাদক আতিকুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাইমা ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সানজিদা নাহিয়ান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মানিক, ক্রিড়া সম্পাদক শাহ মোহাম্মদ আরিফ হোসেন, কার্যকরী সদস্য সিনথিয়া আফরিন, সামি বিন হোসেন, মহিমা কালাম মিলা, সাদমান সাদাত তূর্য, মহিবুর রহমান রিফাত, আফরিনা সুলতানা ও লুৎফুল ইসলাম, মুরাদ, ইশা, ক্যাথি, রিয়া, লাবনি, জাহারা, সাথি, তামিম, মাসুম, জেরি, মোজাক্কির,মো: ফাহিম, সানজির, নুসরাত জাহান, শোভন, সাকিব, জুনায়েদ, ফাহিম হাসান,রায়হান, অপূর্ব, অপু।
ইফতার বিতরণ শেষে সাদেকুল ইসলাম বলেন, রমজানে অনেক মানুষ আছে যারা ইফতারে সময় ভালো খাবার খেতে পারে না, এমন মানুষের জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আইইউবিএটিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন না পারলেও একদিন এই মানুষদের মুখে ভালো ইফতার তুলে দিতে পেরে আমরাও অনেক খুশি। বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজ সবসময় অব্যাহত থাকবে।