অস্বচ্ছল প্রতিবন্ধীকে বসুন্ধরা শুভসংঘের খাদ্য ও ঈদের পোশাক উপহার
রাজধানীর মিরপুর–১৪ নম্বরের গোয়ালবাড়ীতে একটি টিনশেড ঘরে বসবাস বৃদ্ধ সুলতান খলিফা ও ওজুফা বেগম। তাদের একমাত্র মেয়ে পারভীন আক্তার। এখন তার বয়স ১৭ বছর। স্বাভাবিকভাবে জন্ম হলেও ৭ বছর বয়সে পারভীন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে একপর্যায়ে শারীরিকভাবে মারাত্নক অসুস্থ হয়ে মাথা স্বাভাবিকভাবে ফুলে যায় এবং হাটাচলায় ক্ষমতা হারিয়ে ফেলে।সেই থেকেই শুরু হয় পারভীনের বেঁচে থাকার যুদ্ধ। চলাফেরার ক্ষমতা না থাকায় তাকে বাবা–মায়ের উপরই নির্ভর করতে হয়। পারভীনের বাবা একজন রিকসাচালক এবং মা গৃহিনী। বাবার সামান্য আয়ে পারভীনের চিকিৎসার খরচসহ সংসারের খরচ চালানো কষ্ট হয়ে পরেছে। পবিত্র রমজান মাসে আর্থিক অনটনে পরিবারটির বেহালদশা। পারভীনের পরিবারের আর্থিক অনটনের এই খবর জানতে পারে বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ।
আজ সোমবার (৮ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পারভীন ও তার পরিবারের হাতে ঈদের বাজার সেমাই, চিনি, দুধসহ অন্যান্য উপকরণ এবং তাদের সকলে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটি সাবের জ্যেষ্ঠ সহ সভাপতি এস এম নাজমুস ছাকিব, শুভসংঘ সদস্য শাহনাজ মহিমা, আহসান তাহসিন, মাহবুবা মাহিমা প্রমুখ।