অস্বচ্ছলদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। অন্যের বাসায় কাজ করে সামান্য রোজগার করেন তিনি। তার সামান্য আয়ে স্ত্রী, শাশুড়ি ও দুই সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছেন তারা। বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার নিতে এসে কথাগুলো বলছিলেন খায়ের বেগম। আজ রবিবার (৭ এপ্রিল) খায়ের বেগমসহ আরো দশজন নারীর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্যরা।
হতদরিদ্র সুবিধাভোগী খায়ের বেগম খাদ্যসামগ্রীর প্যাকেট পেয়ে আনন্দে বলেন, ‘ঈদের আগে খাবার আগে কেউ দেয় নাই। আমরা গরিব মানুষ, এখন তেমন কাজকাম নাই, খাদ্য সহায়তা পেয়ে আমরা অনেক খুশি হইছি। আমি বসুন্ধরার হগলের লাগি দোয়া করি। বসুন্ধরা গ্রæপেকে অনেক ধন্যবাদ।’ অন্যদিকে খাদ্যসামগ্রী পেয়ে সুবিধাভোগী আরেক নারী শাহানা বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, কাজ কাজকাম করবার পারি না। সন্তানদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। খাবার পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ বসুন্ধরা শুভসংঘের সবাইকে ভালো রাখুক।’
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ বিন খালেদ, বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য সদস্য মাহবুবা মাহিমা, সেজুতি আক্তার, তৌফিক আল সাদিফ।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ বিন খালেদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। ঈদ উপহারগুলো অসহায় মানুষগুলোর হতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বসুন্ধরা শুভসংঘের এমন সহায়তামূলক আয়োজনে দরিদ্র্র মানুষগুলো উপকৃত হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।