অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে হাজির বসুন্ধরা শুভসংঘ, ঢাবি শাখার শুভার্থীরা।
অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে হাজির বসুন্ধরা শুভসংঘ, ঢাবি শাখার শুভার্থীরা।
পবিত্র রমজান মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ১৬ মার্চ, ২০২৪ তারিখে টিএসসি প্রাঙ্গণে অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
রমজান মাস মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে বেশি আবেগ এবং পাশাপাশি আনন্দেরও মাস। এই মাস খুবই বরকতপূর্ণ সময়। ধনী গরিব নির্বিশেষে সকল পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা রাখেন। তবে পার্থক্যটা হলো সেহরি এবং ইফতারে খাবারের মধ্যে। সেই পার্থক্যটাই কিছুটা নিরসন করতে এই ক্ষুদ্র প্রয়াস ঢাবি শুভার্থীদর।
ইফতার পাওয়ার পর একজন ফুল বিক্রেতা মহিলা বলেন, ‘আপনাদের ওসিলায় আজ ভালো একটা ইফতার করার সুযোগ হলো।’
রিক্সাওয়ালা এক মামা জানান, ‘বাজারের যেই আগুন দাম তাতে আমাদের আর শখ করে ভালো ইফতার করতে চাইলেও সাধ্যের মধ্যে কুলিয়ে ওঠে না। আপনাদের ভালো হোক। আপনারা আরো সাহায্য করতে পারেন এই দোয়াই করি।’
উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি – মোঃ আমিনুর রহমান, সাবেক সহ-সভাপতি – ফরহাদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক – জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক – আরবি আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক – আফিয়া আন্তারা মিম্মা, কোষাধ্যক্ষ – আব্দুল মোমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি মোঃ আমিনুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের অর্থায়নে যখন আমরা কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে সক্ষম হই তখন শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়। আমরা সাহস এবং আস্থা পাই মানুষের পাশে দাঁড়ানোর।’
সাধারণ সম্পাদক আরবি আক্তার বলেন, ‘শুভসংঘ সারা দেশব্যাপী মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমরা সেই সংগঠনের অংশীদার হতে পেরে সত্যিই অনেক গর্বিত।’