অসচ্ছল শিক্ষার্থীকে বই কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ

 

রাজধানীর কচুক্ষেত এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার। বাবা পেশায় রিকশাচালক। মা গৃহকর্মীর কাজ করেন। সাথীর বড় ভাইও পড়ালেখা করে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সে। বাবামা ও ভাইয়ের সাথে মিরপুর ১৪ নাম্বার সেকশনের গোয়ালবাড়ি এলাকায় বসবাস করে সাথী।

চার সদস্যের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বাবা ও মা। তাদের দুজনের স্বল্প উপার্জনে সংসার খরচ ও দুই সন্তানের পড়াশোনার খরচের পর অবশিষ্ট কিছু থাকে না। এরমাঝে সাথীর পাঠ্যবইয়ের সহায়ক বইয়ের প্রয়োজন হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে বই কিনে দিতে পারছিলো না তার বাবামা।

সাথীর এই সমস্যার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ কাফরুল শাখার সদস্যরা সাথীকে প্রয়োজনীয় বই কিনে দেয়। আজ রবিবার (৫ মে) সকালে রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে (ক্যাম্পাস) অসচ্ছল মেধাবী শিক্ষার্থী সাথী আক্তারের হাতে প্রয়োজনীয় বই তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, ওয়ালী খান ইউসুফযাই, বিথী রায়, তাওসিফ আল সাদিফ, দিবা দেবনাথ, শেখ তাইরিন এহসান প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বই পেয়ে সাথী আক্তার জানায়, টাকার অভাবে সে বই কিনতে পারছিলো না। বইগুলো না থাকায় তার পড়ালেখায় ব্যাঘাত ঘটছিলো। আজ থেকে তার পড়ালেখায় কোনো সমস্যা হবে না। নির্বিঘ্নে পড়তে পারবে সে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *