অসচ্ছলদের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা শুভসংঘ
রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতারে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর আজিমপুর এলাকায় ১০ জন অসচ্ছল মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার আয়োজনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য সহায়তা পেয়ে রিকশাচালক মিলন মিয়া বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, তাতে আমগো মত গরীব মানুষগো না খাইয়া থাকোন লাগে। আপনাগো দেয়া এই খাওনগুলো পাইয়া অনেক ভালো হইল। কয়ডা দিন অন্তত তিনবেলা ঠিকঠাক মত খাইতে পারমু। দোয়া করি আল্লাহ যেনো আপনাগো ভালো করে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম ঋতু, সাহিত্য বিষয়ক সম্পাদক লাবণ্য রায়, মহিলা বিষয়ক সম্পাদক সামসী আরা আক্তার ছোঁয়া প্রমুখ।