অশুদ্ধতাকে মুছে ফেলতে সাভারে বসুন্ধরা শুভসংঘের টিস্যু বিতরণ
দেশের বিভিন্ন স্থানে দেয়ালে ও সড়ক বিভাজকে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ছাত্র–জনতার আন্দোলন ঘিরে গৌরবময় নানা গ্রাফিতি আঁকা হচ্ছে। রঙিন দেয়ালগুলো যেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা। রাষ্ট্র সংস্কারের এ গ্রাফিতি দেখে যেকারো চোখ আটকে যাবে।
ঢাকার সাভারেও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। শিক্ষার্থীদের এ কাজে একাত্মতা পোষণ করে ‘অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়‘ প্রতিপাদ্যে বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে তাদের টিস্যু উপহার দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকার সাভারের পৌর এলাকার থানা স্ট্যান্ডে বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার উদ্যোগে ও বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে টিস্যু বিতরণ করা হয়।
টিস্যু পেয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায়। এ সময় তারা বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের নানা সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ শোভন, সাকিব হোসেন ফাহিম, আহনাফ নাহিয়ান, বিজয়, অন্যন্যা আজরিন প্রিয়ন্তি, আনিসা, অর্নি, সারা, আরশি, তাসনুভা, প্রত্যয়, আকিব, মামুন, আবির, অরিত্রা, ইশা, আফরিন, পিটার বিশ্বাস, মাহি ইসরাফিল, কাশফিয়া, আনিকা নাওয়ার, জেরিন, সিরাত, তাজরি আমিরা হক, তাসনিয়া ফিরোজ সুবহা ও ফারহান রাজু।