অদম্য মেধাবী আতিকা বুশরার সাফল্য

 

বাবা ক্ষুদ্র কৃষক। মা গৃহিনী। সহায় সম্বল বলতে বাড়িভিটা ছাড়া লাগোয়া এক টুকরো জমি। দারিদ্র্যের সঙ্গে নিত্য লড়াই করে স্বপ্ন দেখে গেছে আতিকা বুশরা। চরম প্রতিক‚লতাকে জয় করে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে ২৬তম হয়েছে আতিকা। ভর্তি হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তার অদম্য ইচ্ছে, অধ্যবসায় আর দু:সময়ে বসুন্ধরা শুভসংঘের সহায়তা তাকে এই সাফল্য এনে দিয়েছে। আতিকার ইচ্ছে ভবিষতে সিএ করে দেশে বা দেশের বাইরে চাকুরি করা।
২০২১ সালে আতিকা কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। আর্থিক সংগতি না থাকলেও আতিকার প্রবল ইচ্ছের কাছে হার মেনে তার অভিভাবকরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্থিক সহায়তার ভর্তি করান ঢাকার হলিক্রস কলেজে। কিন্তু খরচ জোগাতে না পারায় এক পর্যায়ে বন্ধ হবার উপক্রম হয় লেখাপড়া। এসময় দুর্দিনে আতিকার পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট ৯২ পেয়ে উত্তীর্ণ হন আতিকা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ধরা দেয় হাতের মুঠোয়।
আতিকা তাঁর এই সাফল্যের জন্য শিক্ষক, বাবা-মা, শুভাকাঙ্খিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বসুন্ধরা শুভসংঘের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। আতিকা বলেন, ‘অতীতে বসুন্ধরা শুভসংঘ দু:সময়ে যেমন আমার পাশে ছিল, আশা করি আগামীর স্বপ্ন পূরণে তারা আমাকে সহযোগিতা করবে।’ আতিকার উচ্ছে লেখাপড়া শেষ করে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার পাশাপাশি নিজের গ্রামের জন্য কিছু করা।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *