শেরে বাংলার জীবনী ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করল বসুন্ধরা শুভসংঘ
জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (একে) ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বর্তমান ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।বাংলার অবিসংবাদিত এ নেতার জন্মদিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। রাজধানীতে সংগঠনের মিরপুর থানা শাখার উদ্যোগে শেরে বাংলার জীবনী ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১৪ নাম্বার সেকশনের গোয়ালবাড়ি এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে সংগঠনের শিক্ষার্থী সদস্যদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য রুফাইদা আক্তার, রাফিয়া তাসনিম, ফৌজিয়া ফায়সাল ফ্লোরা, উম্মে রায়হান তাহেরা, মোসা. বনি আক্তার (কথা), স্বপ্না আক্তার সুমাইয়া, নাবিহা নাওয়াল, রিফাহ্ নানজিবা আবিকা, ওয়ালি উল্লাহ খান, সাকিব সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, সজিবুল ইসলাম মোহসিন, শেখ মুহাম্মদ ফারদিন, আব্দুল্লাহ আল রাজিন, ইমতিয়াজ মাহিম, ইশান আহমেদ প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নটরডেম কলেজের শিক্ষার্থী শেখ মুহাম্মদ ফারদিন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ওয়ালী খান ইউসুফযাই ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজিন। বিজয়ীদের মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।