শুভসংঘের বন্ধুরা বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি একে প্রতিবাদ করতে দেখা গেছে

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে। সারা দেশের ন্যায় গাজীপুরেও শুভসংঘের বন্ধুরা বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি একে প্রতিবাদ করতে দেখা গেছে। 

আজ (২০ আগস্ট) সকাল ৯ ঘটিকা থেকে মহানগরীর গাজীপুর সরকারি মহিলা কলেজ, শহীদ বরকত স্টেডিয়ামের দেয়ালে শিক্ষার্থীরা ও শুভসংঘের বন্ধুরা মেতে উঠেছে দেয়াল লিখনে। সরেজমিনে ঘুরে দেখা যায়, কেউ নোংরা দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়। নগরীর বিভিন্ন দেয়াল চলছে কোটা আন্দোলনের দ্রোহ ও প্রতিবাদের চিত্র। উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ও আলপনা করা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠেছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী সব বাক্য নজর কাড়ছে পথচারীদের।

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী তানজিনা ইসলাম জেরিন রজনী দেয়াল লিখন ও চিত্রাঙ্কন বিষয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে ও শহীদ ভাইদের স্মৃতিচারণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে দেয়ালে চিত্রাঙ্কন। আমরা এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা প্রেরণ করতে চাই। নতুন বাংলাদেশ এসব প্রতিবাদী স্লোগান দেয়ালে দেয়ালে শোভা যাচ্ছে।

শুভসংঘের সাহিত সম্পাদক কবি মামুন শেখ বলেন, আমরা দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এ কাজে বেশ কিছু শিক্ষার্থীরা সহযোগিতা করছে। প্রায় সারাদিনই আমরা সবাই দেয়ালে গ্রাফিতির চিত্র অঙ্কনের কাজ করছি।

শুভসংঘের জেলা সভাপতি মুসাফির ইমরান বলেন, আমাদের মেধার বিজয় হয়েছে। আমরা আন্দোলনসংগ্রাম করে আবারও প্রমাণ করেছি ছাত্ররা এ দেশের প্রধান প্রাণ শক্তি। ছাত্ররা পারে একটি দেশকে গড়তে। তাই আমাদের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তাদের প্রতিবাদী ভাষ্য লিখে তরুণ প্রজন্ম জানাচ্ছে বাংলাদেশ আমার, চল নতুন করে আবার বাংলাদেশ গড়ি।

এসময় আরো উপস্থিত ছিলেন জাকারিয়া হোসেন নিরব, এমরান শেখ, নাফিসা, জোহা, জয়, তানজিম রাব্বী ও রনি প্রমুখ। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *