শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে খুশী দরিদ্র চার পরিবার

চলমান পরিস্থিতে প্রতিদিনই থাকছে কারফিউ। সেই সাথে স্কুল কলেজ বন্ধ। বাজার খোলা থাকলেও মানুষের উপস্থিতি কম। এসব কারনে বিপাকে রয়েছেন গোপালগঞ্জের রিক্সা চালক দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল সোমবার সকালে শহরের রিক্সা চালক হাবিবুর রহমান হাবুর (৪২) হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষে তুলে দেয়া হয় এক ব্যাগ খাদ্য সহায়তা। খাদ্য সহায়তা পেয়ে তার মুখে হাসির ঝিলিক। তিনি ব্যাগ হাতে বলে ওঠেন “ প্রায় দশ দিন হলেঅ আয় কমেগেছে। যা আয় হয় তা দিয়ে রিক্সাভাড়া দিয়ে আর সামন্য কিছু থাকে। কারফিউ থাকার জন্য স্কুল কলেজ বন্ধ, প্যাসেঞ্জার নাই,রিক্সা ভাড়া দেওয়া ই দিন শেষে কষ্ট হয়। তারপর বাজারে সব কিছুতে আগুন । পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। না চাইতে আজ আপনারা আমাকে যে সাহায্য করলেন তাতে আমার খুব উপকার হলো। ঘরে বড়ো মা আর ছোট ছোট ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে কিছুদিন চলতে পারবো। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো বসুন্ধরার পক্ষে এই সহায়তা তিনি পাঠিয়েছেন তার দীর্ঘায়ু ও মঙ্গলে।

গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মুক্তা বেগম (২৯) বলেন, বাজারের পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতালে হাজিরা ভিত্তিক মজুরী পাই। যা পাই তা দিয়ে ছেলে মেয়ে নিসয়ে সংসার চালানো কষ্টের। আজ শুভসংঘ আমাদের যে খাদ্য সহায়তা দিয়েছে তাতে আমারা আগামী বেশ কয়েকদিন ভালো ভাবে চলতে পারবো। এই সহায়তা পাঠানোর জন্য বসুন্ধরার মালিককে আমি আন্তর থেকেদোয়া করি তিনিযেন দীর্ঘ জীবন পান।
শুধু রিক্সা চালক হাবিবুর রহমান হাবু ও পরিচ্ছন্নতা কর্মী মুক্তি বেগম নয়। খাদ্য সহায়তা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন খাদ্য সহায়তা পাওয়া অপর পরিচ্ছন্ন কর্মী হ্যাপি খানম (৩৫),পত্রিকা বিক্রেতা মিনহাজ (২৪)।

গতকাল সোমবার (২৯জুলাই)সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ শহরের ডায়াবেটিক সমিতি হাসপাতাল চত্বরে দরিদ্র এই ৪টি পরিবারের হাতে তুলে দেয়া হয় ব্যাগ ভর্তি খাদ্য সামগ্রী। প্রতিটি ব্যাগে ৫কেজি চাল, ১লিটার তেল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, আলু,ঢেড়শ মরিচসহ ৮ প্রকার সবজি। এছাড়া প্রয়োজনীয় গুড়া মশলা। বসুন্ধরা শুভসংঘ,গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে এই কর্যক্রম পরিচালিত হয়।

শুভসংঘ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে চলমান কারফিউর কারনে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর শ্রেনী পেশার মানুষ। কারফিউর কারনে ঘর থেকে বের হতে না পারায় উপার্জন কমে গেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। দিন যাপন করতে হিমশিম খাচ্ছে কম আয়ের মানুষেরা। তাদের দিনযাপনের কথা বিবেচনা করে দেশের স্বনামধন্য শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রæপের মানবিক সহায়তা সংগঠন শুভসংঘ এগিয়ে এসেছে এসব খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে।

খাদ্য সহায়তা প্রদানে এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল আলম,বশেমুরবিপ্রবি শাখার উর্ব বিশ্বাস,রিজেন্ট কলেজ শাখার সদস্য নিউটন,সাগর,জয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *