শুভসংঘের উদ্যোগে রিকশা চালকদের মাঝে সাদা ক্যাপ বিতরণ
বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ শাখার উদ্যোগে ময়মনসিংহ নগরীতে রিকশা চালকদের মাঝে সাদা ক্যাপ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে ও প্রধান সড়কে প্রায় ৫০ জন চালকের মাঝে এ ক্যাপ বিতরণ করা হয়। তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। ক্যাপ পেয়ে চালকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। শুভসংঘের উপদেষ্টা কালের কন্ঠের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল সহ শুভসংগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।