বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

রাজশাহীর গোদাগাড়ীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। স্বৈরাচারবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।

বৃক্ষরোপণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, আন্দোলনে শহীদ ছাত্রজনতার স্মরণে আমরা এ কর্মসূচি পালন করেছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে আমাদের এ আয়োজন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার কথাও আমরা বিবেচনা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. শাহরিয়ার রিফাত ও সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *